রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-
মুন্সীগঞ্জঃ ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের ধলেশ্বরী ২নং ব্রীজে দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা চালায় হরতাল সমর্থকরা।
রবিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় তারা ঢাকাগামী প্রচেষ্টা পরিবহন ও গ্রেট বিক্রমপুর পরিবহনের দুটি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করলে গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি । তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হরতাল সমর্থকরা পালিয়ে যায় ।
এদিকে যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় সিরাজদিখান থানায় ১৩ জনসহ অজ্ঞাত ২৫/৩০ জনের নামে একটি গাড়ি ভাংচুর মামলা হয়েছে।
পরে রাত ২ টার দিকে কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলামকে সিরাজদিখান থানা পুলিশ আটক করে।গতকাল সোমবার সকাল ১০ টায় আটক ছাত্রদল নেতাকে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান সময় সংবাদকে জানান, দুর্বৃত্তরা ইট পাটকেল নিক্ষেপ করলে মহাসড়কে চলন্ত একটি বাসের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।