বাড়িঢাকাঢাকা বারে আওয়ামী লীগের ভরাডুবি

ঢাকা বারে আওয়ামী লীগের ভরাডুবি

dhaka bar

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের ওমর ফারুক ফারুকী জয়লাভ করেছেন।

১০টি সম্পাদকীয় পদের ৮টিতেই জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। শুধুমাত্র সিনিয়র সহ-সভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থীত সাদা প্যানেলের প্রার্থী। এছাড়া সবুজ প্যানেল থেকে কোনো প্রার্থী পাস করেননি।

১৫টি সদস্য পদের মধ্যে ১২টিতে জিতেছেন নীল প্যানেলের প্রার্থীরা। সাদা প্যানেলের প্রার্থীরা জিতেছেন মাত্র ৩টি পদে। মোট ২৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল পেয়েছে ২০টি। আর আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পেয়েছে ৫টি আসন।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মো. মাসুদ আহমেদ তালুকদার (নীল), সাধারণ সম্পাদক  ওমর ফারুক ফারুকী (নীল), সহ-সভাপতি পদে হারুন রশীদ খান (নীল), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান হাফিজ (সাদা), সহ-সাধারণ সম্পাদক পদে তাহেরুল ইসলাম তৌহিদ, লাইব্রেরিয়ান পদে মাজেদুর রহমান মামুন, সাংস্কৃতিক সম্পাদক পদে আকলিমা আক্তার আলো ও দফতর সম্পাদক পদে শেখ আলাউদ্দিন বিজয়ী হয়েছেন।

এছাড়া সদস্য পদের বিজয়ীরা হলেন, মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার (নীল), মোহাম্মাদ বিল্লাল হোসেন (নীল), মজিবর রহমান (নীল), ফাতিমা ইয়াসমিন (নীল), মিজানুর রহমান মিজান (নীল), শাহনাজ পারভীন জোসনা (নীল), তপো গোপাল ঘোষ (সাদা), মোস্তফা কামাল খান (নীল), শাহ আলম (নীল), মোহাম্মাদ আবুল কাশেম (নীল), মোহাম্মাদ কামাল হোসেন (নীল), শফিকুল ইসলাম(নীল), রেহানা পারভীন (নীল), ফাতেমাতুজ জহুরা মনি (সাদা), লিলিয়া আক্তার লিলি (সাদা)।

ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ করা হয়। বুধবার সকাল ৯টায় ঢাকা বারের আইনজীবী সমিতি মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয় এবং একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা বারের ২৫টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৬১ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫ হাজার ৩৭২ জন। যা গতবারের চেয়ে এক হাজার ৬২ জন বেশি। গতবারের ভোটার সংখ্যা ছিল ১৪ হাজার ৩১০ জন। দুই দিনে ৯ হাজার ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img