বাড়িজাতীয়ঢাকা ছাড়লেন মমতা ব্যানার্জি

ঢাকা ছাড়লেন মমতা ব্যানার্জি

83411_5874444

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ঢাকা ছাড়ার আগ মুহূর্তেও তার উপর আস্থা রাখতে বললেন ভারতের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবার রাতে বিশেষ একটি বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে বিদায় শুভেচ্ছা জানান।

তার আগে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত তিস্তার পানি সুষম বণ্টন, স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন, ছিটমহল বিনিময়সহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অমীমাংসিত বিষয়ে মীমাংসা করতে ঢাকার পক্ষে কাজ করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে বিমান বন্দরে শেষ বিদায়ের সময়ও তার উপর আস্থা রাখতে বললেন। মমতা বলেন, আমার উপর আস্থা রাখুন। বিষয়গুলোর দ্রুত সহজ সমাধানে আমি আমার সাধ্যমত কাজ করব। হতাশ হওয়ার কিছু নেই।

তিস্তা সমস্যার সমাধান হতে কতটা সময় লাগতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি বলেন, তিস্তা সমস্যার বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিন। আমি মনে করি, মাত্র দেড় দিনে অনেক বৈঠক হয়েছে, প্রত্যেকটাই সফল এবং খুবই ভাল হয়েছে। এ সফর দুই দেশের অর্থনীতি, উন্নয়নসহ বিভিন্ন খাতে কাজে আসবে। এর মধ্য দিয়ে নতুন অধ্যায়ের শুরু হয়েছে। এভাবে যাতায়াত করলে দুই দেশের মধ্যে নতুন দরজা খুলে যাবে, মনের দরজা খুলে যাবে। সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, যাতায়াত করুন।

তিনি বলেন, আমাদের এ সফর আনেক দিন মনে থাকবে। এটি ইতিহাসের পাতায় থাকবে। বিশেষ করে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে পুরো বাঙালি যেভাবে শ্রদ্ধা নিবেদন করলো, কিভাবে তারা দিনটিকে অতিবাহিত করলো তা দেখতে পারলাম নিজ চোখে। এটি নিজ চোখে দেখা অনেক বড় ব্যাপার।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বাংলাদেশের ব্যবসায়ী, সুশীল সমাজ সবার সঙ্গে দেখা হয়েছে। বঙ্গবন্ধু মিউজিয়াম দেখেছি। ৫২’র ভাষা শহীদদের স্মৃতির পাশে দাঁড়ানো সুযোগ হয়েছে। এখানকার মানুষের আতিথেয়তা তার চিরকাল মনে থাকবে বলেও উল্লেখ করেন মমতা।

এর আগে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-২৩০ করে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img