স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল আগামী মার্চের ১০ পর দিন ঘোষণা করা হবে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে গতকাল ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ ভাগে সীমানা জটিলতা শেষ হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে অনুরোধ জানায় সরকার।
সোমবার বিকেলে উত্তর ও দক্ষিণের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সরকারের অনুরোধসহ চিঠি পাওয়ার পরই অফিস ত্যাগ করেন।
এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন অনুষ্ঠানের অনুরোধসহ দুটি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সীমানা গেজেট মন্ত্রণালয় থেকে এসেছে। স্থানীয় সরকার বিভাগের অনুরোধ আমরা পেয়েছি। কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের পক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে ডিসিসি উত্তর ও দক্ষিণ নির্বাচন প্রসঙ্গে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে অনুরোধ জানানো হয়েছে। এ চিঠির সঙ্গে দুটি গেজেটের কপিও সংযুক্ত করা হয়েছে।
এর আগে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নথিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন তিনি।
সরকারি সূত্র জানা গেছে, বৈঠকের পর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নথি উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।
শিগগরিই এ ফাইল নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানা গেছে। নিয়মানুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন অনুষ্ঠানের নথি পাঠালে পরবর্তী উদ্যোগ নেবে নির্বাচন কমিশন।