স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর আজ ঢাকায় আসছেন । দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর।
আজ সকাল সাড়ে ৯ টায় জয়শঙ্কর ঢাকায় এসে পৌঁছাবেন।
আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণও উপস্থিত থাকবেন।
আরও জানায়, বেলা সোয়া ১১টায় তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজে অংশ নেবেন জয়শঙ্কর। এরপর বিকেল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
৩ মার্চ ভোরেই তার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
জানা গেছে, জয়শঙ্করের সফরে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হবে।এছাড়া আগামীতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি গুরুত্ব পাবে।
বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।