স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কাছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ট্রেন লাইনচ্যুতের ফলে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার মহিদুর রহমান ট্রেন লাইনচ্যুতের সত্যতা নিশ্চিত করে সময় সংবাদ বিডিকে বলেন, বগি লাইনচ্যুতের ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে তা এখনো জানা যায়নি।
খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি দুটি উদ্ধারের চেষ্টা করছে। খুব শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে জানা গেছে।