বাড়িক্রিকেটডুমিনি এবং মিলারের সেঞ্চুরিতে দ.আফ্রিকার ৩৩৯ রান

ডুমিনি এবং মিলারের সেঞ্চুরিতে দ.আফ্রিকার ৩৩৯ রান

during the 2015 ICC Cricket World Cup match between South Africa and Zimbabwe at Seddon Park on February 15, 2015 in Hamilton, New Zealand.

নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-

ঢাকা: পুল ‘বি’ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আফ্রিকা মহাদেশের দুই প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

দলীয় ৮৩ রানের মাথায় ডি কক, আমলা, ডি ভিলিয়ার্স আর ফাফ ডু প্লেসিসকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘোরাতে চেষ্টা করেছিল জিম্বাবুয়ে। তবে, সেখান থেকে দলকে টেনে তোলেন ‘চোকার’ খ্যাত দলটির নির্ভরতার নাম জেপি ডুমিনি আর ডেভিড মিলার।

৫০ ওভার শেষে দ. আফ্রিকা চার উইকেট হারিয়ে করে ৩৩৯ রান। ডুমিনি ১১৫ রানে এবং মিলার ১৩৮ রানে অপরাজিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img