বাড়িআন্তর্জাতিক অর্থনীতিডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সময় সংবাদ বিডি:দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বন্দর নির্মাণ,জাহাজ নির্মাণ শিল্প ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আবু ধাবির হোটেল শাংগ্রি-লায় ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন,প্রধানমন্ত্রী বৈঠকে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বন্দর নির্মাণ,জাহাজ নির্মাণ শিল্প ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। ফেনীর সোনাগাজিতে ডিপি ওয়ার্ল্ডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজ শুরুর অগ্রগতি সম্পর্কে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন,প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া,উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগ ও এমিরেটস ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img