বাড়িজাতীয়ট্রাক চাপায় এসআই নিহত

ট্রাক চাপায় এসআই নিহত

nihot

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ  মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে হরতালে নাশকতা রোধে দায়িত্বপালনের সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন মাগুরার হাজিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মুন্সি মো. মশিয়ার রহমান (৪৮) ।

সোমবার দুপুর ১২টার দিকে ইছাখাদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হরতালে নাশকতা এড়াতে দুপুরে দায়িত্ব পালন করতে মাগুরা শহরে যাচ্ছিলেন মশিউর। পথে ইছাখাদা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকেই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মাগুরা পুলিশ লাইনে মৃতদেহ আনা হয়েছে। আজ বেলা ২টায় সেখানে নামাজে জানাজা শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করায় তার পরিবারকে এককালীন নগদ পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img