পাপন বসাক, সময় সংবাদ বিডি-
নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে থেমে থাকা একটি ট্রাকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পুরানপাড়া এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রাকে অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতার সাথে জড়িত সন্দেহে গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম নজু ও গুরুদাসপুর উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টু কে গ্রেফতার করে নাটোর জেল হাজতে পাঠিয়েছে গুরুদাসপুর থানা পুলিশ।
এ ব্যাপারে ট্রাকের মালিক চাতাল ব্যবসায়ী জনতা রাইসের মালিক আলহাজ্ব রজব আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। তিনি জানান ডাইরীতে কারো নাম উল্লেখ করা হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইব্রাহিম সময় সংবাদ বিডিকে জানান, উপজেলার পুরানপাড়া এলাকার চাতাল ব্যবসায়ী রজব আলী তার ধানের চাতালের কাছে রাতে ট্রাকটি পার্কিং করে রাখেন। দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে একটি পেট্রোলবোমা মেরে পালিয়ে যায়। এতে ট্রাকটিতে আগুন ধরেযায়।
পরে ফায়ার ব্রিগেডের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ট্রাকের সামনের অংশ পুরোটাই পুড়ে যায়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা নাশকতার ইন্ধনদাতা হিসাবে জড়িত। সারা দেশে হরতাল অবরোধ চললেও গুরুদাসপুর এলাকা ছিল নাশকতার বাইরে।হঠাৎ ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।