বাড়িঅপরাধ ও দুর্নীতিটেকনাফে ৭৫ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফে ৭৫ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

yeaba_sm

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ কক্সবাজারের টেকনাফ লেদা এলাকায় ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। আটককৃত . রাসেল (৪৫) ও মো. তুহিন (২৯) বরিশালের বাসিন্দা।

বৃহস্পতিার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালায় তারা। এসময় ঢাকাগামী একটি মিনি ট্রাক জব্দ করে তল্লাশি চালালে ৭৫ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয় বলে আরও জানান তিনি।

তিনি আরও জানান, আটকরা টেকনাফের এক ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে কিনে নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে  প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img