স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর উপজেলায় ২০ হাজার ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় আইয়ুব (২৫) নামে এক যুবককে আটক করে বিজিবি সদস্যরা। আটক আইয়ুব নাজিরপাড়ার মো. আব্দুল হাশিমের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
টেকনাফস্থ বিজিবি-৪২ এর অধিনায়ক আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়ায় আইয়ুবের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো আটক করা হয়। আটক যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।