বাড়িঅপরাধ ও দুর্নীতিটেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

yaba-1423410670

সময় সংবাদ বিডি,কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফ উপজেলার  হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাদিমুরা সংলগ্ন নাফ নদীর কেওড়া বাগান থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যমানের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।।

রোববার (৮ ফেব্রুয়ারী)  রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ দমদমিয়ার বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে।

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফের দমদমিয়া বিওপির সদস্যরা জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে ৩ জন ব্যক্তিকে তল্লাশি করার চেষ্টা করা হলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এ সময় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবার ওই চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img