স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি
ঢাকাঃঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে আহত দম্পতির মধ্যে স্বামী অভিজিত রয় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথের কাছে রাজুভস্কর্যের দিকে বটগাছের তলায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় তারা দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলের উপর পরে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের নাম্বারপ্লেটটিও খুলে নিয়ে গেছে।
উল্লেখ, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দুটি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেছেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া মৌলবাদীদের হুমকির মুখে অনলাইন বুকশপ রকমারিও তার বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রত্যাহার করে নেয়।
রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা আমেরিকা থেকে এসে রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।
অভিজিত রয়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনার পরে একটি অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক জীবন আহম্মেদ এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে আহত করে দুর্বৃত্তরা ।
আহতদের আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।