বাড়িঢাকাটিএসসিতে ককটেল বিস্ফোরণ : শিক্ষার্থীসহ আহত ছয়

টিএসসিতে ককটেল বিস্ফোরণ : শিক্ষার্থীসহ আহত ছয়

COCKTEL-1424618756-1424621724

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ২০ দলীয় জোটের ডাকা  অনির্দিষ্টকালের ‍ টানা অবরোধের মধ্যে ৭২ ঘন্টা হরতালের ১ম দিন রাতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ছয় জন আহত হয়েছেন।আহতের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

রবিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মৃদুল কান্তি (৩৬), নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী হিমু (২১), পথচারী রাসেল (২৮), সোহেল রানা (২৭), আবুল কাশেম (২৬) ও চটপটি বিক্রেতা মন্টু (৩০)।

শাহবাগ থানার এসআই এ কে আজাদ জানান, টিএসসির সামনে কিছু বুঝে ফেলার আগে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। নাশকতাকারীদের ধরতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।

তাদের মধ্যে হিমু ছাড়া বাকি সবাই ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img