জুবায়ের মুকুল ,সময সংবাদ বিডি
ঢাকা:- বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে বোববার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতালের আগের রাতে রাজধানীর বাংলা একাডেমির বইমেলার এক নম্বর বেড়িগেট সংলগ্ন টিএসসি মোড়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে ককটেল বিস্ফোরন ঘটায় দুর্বত্তরা ।এ সময় আহত হয়েছে এক মহিলা ।
আজ শনিবার রাত পৌনে আটার দিকে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বইমেলার এক নম্বর বেড়িগেট সংলগ্ন টিএসসি মোড়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে ককটেল বিস্ফোরন ঘটে । এ সময় ককটেল বিস্ফোরনে এক মহিলার হাতে স্পিরিনটার ঢুকে যায় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শাহাবাগ থানার এস আই জহিরুল ।
তিনি জানান আহত মহিলাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ।