সময় সংবাদ বিডি,টাঙ্গাইল:-
টাঙ্গাইল জেলার ঘাটাইলের পাকুতিয়া নামক স্থানে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস থামিয়ে ভাঙচুর এবং পরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এসময় পুরো গাড়িতে আগুন লেগে ৭ জন দগ্ধসহ ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতোয়ার রহমান জানান, রাতে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধুপুর থেকে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে পুরো গাড়িতে আগুন লেগে ৭ যাত্রী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।