বাড়িখেলাধুলাটস হেরে ব্যাট করছে পাকিস্তান

টস হেরে ব্যাট করছে পাকিস্তান

 

news_img

 

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃবিশ্বকাপে পুল ‘বি’র ম্যাচে নেপিয়ারে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। সকালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে ক্রিজে এসেছেন আহমেদ শেহজাদ এবং নাসির জামশেদ। আর আমিরাতের বোলিং সূচনা করেন মোহাম্মদ নাভিদ।

১১তম বিশ্বকাপে নিজেদের প্রথম ২ ম্যাচে পরাজয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হারতে বসেছিলো পাকিস্তান। শেষ পর্যন্ত বোলারদের সাফল্যে জয় পায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ১৯৯৪ ও ১৯৯৬ সালে দু’বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে আরব আমিরাত। দু’বারই শক্তিশালী পাকিস্তানের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে আরব অঞ্চলের দলটি।

এদিকে আজকের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪র্থ ওভারের ৩য় বলে সাজঘরে ফিরলেন পাকিস্তান ওপেনার নাসির জামশেদ। মানজুলা গুরুজির বলে খুররম খানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪ রান করেন তিনি। ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান।

২০ রান নিয়ে ব্যাট করছেন আহমেদ শেহজাদ। তার সঙ্গে ১৪ রান নিয়ে আছেন হারিস সোহেল।

পাকিস্তান দল: নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক) , শহিদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলী এবং মোহাম্মদ ইরফান।

আরব আমিরাত দল: আমজাদ আলী, আন্দ্রে বেরেঙ্গার, কৃঞ্চা চন্দ্রন, খুররম খান, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), শাইমান আনোয়ার, রোহান মোস্তফা, আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভিদ, মোহাম্মদ তৌকির (অধিনায়ক) এবং মানজুলা গুরুজি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img