সময় সংবাদ বিডি ঢাকা: নিজস্ব প্রতিবেদক গাজীপুর প্রতিনিধ: জাহাঙ্গীর আকন্দ : টঙ্গী পশ্চিম থানার এশিয়া পাম্প সংলগ্ন মোল্লা বিরিয়ানি হাউজ এর সামনে মঙ্গলবার আবুল হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে মরিয়ম আক্তার (২৪) কে ১২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ১নং ব্লকের মাকদ ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান (৪২) এবং লিপি আক্তার (২৫) এর নিকট থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিসহ সহযোগী আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং—৭।