সময় সংবাদ বিডি ঢাকা: জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় আল আমিন সুইটস এন্ড বেকারি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিএসটিআই অনুমোদন না থাকা ও ওজনে কারচুপির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া টঙ্গী বাজার এলাকায় টঙ্গী ড্রাগ হাউস নামে একটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারি পরিচালক মাকফুর রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।