স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঝিনাইদহ সদর উপজেলার টুটলিয়া গ্রামে রফিকুল ইসলাম তারেক (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঝিনাইদহ র্যাব -৬ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মো. ফয়সাল জানান, সোমবার রাতে নিজ বাড়ি থেকে রফিকুলকে আটক করে র্যাব। পরে তার দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারে টুটলিয়া গ্রামে গেলে তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালান।
আত্মরক্ষার্থে র্যাব ও পাল্টা গুলি চালায়। এ সময় রফিকুল পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত রফিকুল ইসলাম তারেক সদর উপজেলার বিষয়খালী গ্রামের জলিল উদ্দিনের ছেলে।
র্যাব আরো জানায়, এসময় ঘটনাস্থল থেকে দু’টি নাইন এমএম পিস্তল, একটি শ্যুটারগান, দু’টি দেশি পিস্তল, ছয়টি পেট্রোল বোমা ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।