সময় সংবাদ বিডি,ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড-ইন-কমান্ড ইখতিয়ার (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলা সাধুখালী গ্রামের বিশারত মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, ইখতিয়ারের বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল ব্যবসা, স্বর্ণ চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে বর্তমানে উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এমএ হাশেম খাঁন জানান, ইখতিয়ার হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী।