বাড়িঅপরাধ ও দুর্নীতিঝালকাঠীতে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

ঝালকাঠীতে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

2015_02_11_08_17_05_4428_jhalakati-_thumb

সময় সংবাদ বিডি,ঝালকাঠী:-

এক আইনজীবীকে হত্যার দায়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ঝালকাঠীর আদালত।

বুধবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবদুল হালিম এ রায় দেন।

প্রায় ৮ বছর আগে ঝালকাঠীর সাবেক পাবলিক প্রসিকিউটর হায়দার হোসেন নিহত হন।

মৃত্যদণ্ডে দণ্ডিতরা হলেন- রাজশাহীর আমিনুল ওরফে আমির হোসেন, বশির হোসেন ও বিল্লাল হোসেন, বরগুনার মোহাম্মদ মেহেদী হাসান ওরফে তানভীর এবং খুলনার মুরাদ হোসেন। এদের মধ্যে বিল্লাল ও বশির পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে নামাজ পরে বাসায় ফেরার পথে জেএমবি সদস্যরা হায়দার হোসেনকে গুলি চালিয়ে হত্যা করে। পরদিন তার ছেলে তারিক ইবনে হায়দার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৫৬ জনের সাক্ষ্য নিয়ে বুধবার রায় দিল আদালত।

ঝালকাঠীতে বিচারক হত্যা মামলায় শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর ইসলাম বাংলাভাইসহ জেএমবির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড হয়েছিল। নিষিদ্ধ সংগঠনটির নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img