নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা: উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৮ রানের বিশাল ব্যাবধানে হারাল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ২৩৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার হয়ে লাহিরু থিরিমান্নে সর্বচ্চো ৬৫ রান করেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৪৬ রান ও কুমার সাঙ্গাকারা করেন ৩৯ রান।
স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাউদি, বোল্ট, মিলনে ও ভেট্টরি।
এর আগে শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় স্বাগতিকদের। প্রথম ইনিংসে কোরি অ্যান্ডারসন ৪৬ বলে ৭৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। কিউই দলপতি ম্যাককালাম করেন ৬৫ রান। এছাড়া ৫৭ রান করেন উইলিয়ামসন আর ৪৯ রান করেন ওপেনার গাপটিল।
শ্রীলঙ্কার লাকমাল ও মেন্ডিস নেন ২ টি করে উইকেট।