সময় সংবাদ বিডি,জয়পুরহাট :
২০ দলীয় জোটের ডাকা অনিদিষ্ট কালের অবরোধের ৪৭ তম দিন ও ৭২ ঘণ্টা হরতালের আগের রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে দুইটি ট্রাক ভাঙচুর ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে হিসমী নামক এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সাভিসের কমীর্রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ নাশকতার পর পরই জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, নাশকতাকারীদের গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যেই অভিযানে নেমেছেন।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।