স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃউন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে, এ সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির ক্ষমতা অপরিবর্তিত থাকবে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বর্তমানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় প্রধান ১৪ কোটি টাকা, ‘ক’ শ্রেণির প্রকল্প পরিচালক ৮ কোটি ও ‘খ’ শ্রেণির প্রকল্প পরিচালক ৬ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের ক্ষমতা রাখেন। আজ এ ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রিসভা।
তবে এ বিষয়ে মন্ত্রিসভা কমিটির ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়সীমা অপরিবর্তিত রয়েছে। উন্নয়ন প্রকল্পে মালামাল ক্রয় সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় সীমা যদি ৫০ কোটি টাকার বেশি হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হবে।
এছাড়া, ২০১৪ সালে মন্ত্রিসভায় অনুমোদন হওয়া বাংলাদেশ রেলওয়ে বোর্ড রহিতকরণ আইন বাতিলের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।