সময় সংবাদ বিডি ঢাকা || সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র ( এনআইডি ) বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন ( ইসি )। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক মোঃ মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই জাতীয় পরিচয়পত্রগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। সে কারণে তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।