আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়ালের অভিযোগ নেয়নি মুরাদনগর থানার ওসি নাজিম উদ্দিন।
সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল গতকাল বুধবার রাতে ওই অভিযোগ দায়ের করতে মুরাদনগর থানায় যান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনের কাছে এ অভিযোগ দেন।
ওসি অভিযোগ পড়ে বাদী আহাম্মদ হোসেন আউয়ালকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা ভবিষ্যতে আপনার নিরাপত্তার চেয়ে ক্ষতিই হতে পারে। আর তিনি নিজে কিভাবে খালেদা জিয়ার ডাকা অবরোধ হরতালে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তা এই অভিযোগে উল্লেখ করা হয়নি বলে তার অভিযোগটি গ্রহন না করে তাকে ফিরিয়ে দেন।
বৃহস্পতিবার দুপুরে বাদী সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল সাংবাকিদের বলেন, ওসি আমার অভিযোগ গ্রহন না করে উল্টো আমাকে আমার জীবনে আরো ক্ষতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তাই আমি উপায়ন্তর না পেয়ে রেজিষ্ট্রি ডাকযোগে প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মহা পুলিশ পরিদর্শক ও জেলা পুলিশ সুপারের বরাবরে আমার অভিযোগটি পাঠিয়েছি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন সাংবাদিককে বলেন, সৈয়দ আহম্মদ হোসেন আউয়ালকে কী খালেদা জিয়া ফোন করে থ্রেট করেছে, যে কারনে তাকে নিরাপত্তার জন্য থানায় ডায়েরী করতে আসতে হবে? এ বলে ওসি ফোন রেখে দেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ বিষয়ে বলেন, আমি বিষয়টি দেখে ব্যবস্থা নেব।