স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ হরতাল-নাশকতার মতো কর্মকাণ্ডে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ বছর কাঙ্খিত জিডিপি অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন।
যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত তারা বাংলাদেশের শত্রু— এই পরিস্থিতির পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, কয়েক বছরের মধ্যেই দেশে অর্থনীতির ভিত্তিতে রাজনীতি পরিচালিত হবে।
এসময়, হরতাল-নাশকতা মোকাবলোয় আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য আগামী বাজেটে আলাদা বরাদ্দ দেয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।