বাড়িপ্রধান খবরজামিন সাপেক্ষে আদালতে যাবেন বেগম জিয়া

জামিন সাপেক্ষে আদালতে যাবেন বেগম জিয়া

khaleda-zia-3

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ও জামিন সাপেক্ষে কার্যালয়ে ফিরে আসার আশ্বাস পেলে বুধবার (৪ মার্চ) আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে এ তথ্য জানান চেয়ারপারসনের এই উপদেষ্টা ।

এসময় খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের গ্রেফতারি পরোয়ানার কপি আমরা এখন হাতে পাইনি, তারপরও যদি আদালতে যেতে এবং আত্মসমর্পণ করতে হয়, তাহলে পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যালয়ে ফিরে আসার আশ্বাস পেলে খালেদা জিয়া আদালতে যেতে ইচ্ছুক।

তিনি আরও বলেন,এখানে দু’টি বিষয় আছে। একটি হচ্ছে, বিচারিক আদালতের প্রতি আমরা অনাস্থার আবেদন জানিয়েছি। ব্যাপারটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালত আইনগতভাবে ও নৈতিকতার দিক থেকে এ মামলার শুনানি করতে পারেন না।

আরেকটি বিষয় হলো, গ্রেফতারি পরোয়ানা এখনো খালেদা জিয়া হাতে পাননি। কিন্তু তারপরও যদি আদালতে হাজির হতে হয়, আত্মসমর্পণ করতে হয়, তাহলে খালেদা জিয়া অবশ্যই আত্মসমর্পণ করতে ইচ্ছুক।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলায় খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

অন্য দু’জন হচ্ছেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

অপরদিকে মামলাটির অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদার বড় ছেলে তারেক রহমানকেও বুধবার আদালতে হাজির করতে তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আদালত। ছয় আসামির অন্য দু’জন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img