বাড়িঅপরাধ ও দুর্নীতিজামায়াত -শিবিরের রাজনীতি নিষিদ্ধ-দলের নিবন্ধন বাতিল

জামায়াত -শিবিরের রাজনীতি নিষিদ্ধ-দলের নিবন্ধন বাতিল

সময় সংবাদ বিডি ঢাকা || রাজনীতি || জামায়াত -শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ( ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ( পূর্বনাম জামায়াত -ই- ইসলাম/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ( পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে
সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হয়েছে।

এছাড়া হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশনের রায়ে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছেন। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছেন বলে গেজেটে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িয়ে ছিল। সরকার বিশ্বাস করে যে, জামায়াত ও শিবিরসহ এর সব সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে।

তাই সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ‘ এর ধারা ১৮ (১)
এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী
এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ
সংগঠনকে রাজনৈতিক দল সংগঠন হিসেবে নিষিদ্ধ
সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করলো।

এ ব্যাপারে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিষিদ্ধের পর জামায়াত -শিবিরের কোনো সহিংসতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, জামায়াত আন্ডারগ্রাউন্ড গিয়ে কিছু করতে পারবে না। সেই সক্ষমতা আমাদের আছে। ৭১ সাল থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img