স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জাতিসংঘ মহাসচিবের দেওয়া চিঠির উত্তর দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খালেদা জিয়া তার চিঠিতে সংলাপের কথা উল্লেখ করলেও প্রধানমন্ত্রী তার চিঠিতে কোন সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপে বসবেন না উল্লেখ করেছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জাতিসংঘ মহাসচিবের একটি চিঠি পৌঁছায়।