বাড়িজাতীয়জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি : প্রধানমন্ত্রী

জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি : প্রধানমন্ত্রী

PM1

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দেশে জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম সংসদের পঞ্চম অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

নাশকতায় হুকুমের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের জামিন হবে না।

তিনি আরো বলেন, দেশব্যাপী নাশকতায় হুকুমের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে নতুন আইন নয় বরং চলমান আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে।

শেখ হাসিনা বলেন, দেশব্যাপী নাশকতাকারীরা আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছে, তারা বের হয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।

সন্ত্রাসীরা যাতে জামিন না পায় সেই ব্যবস্থা নিতে দায়িত্বরতদের প্রতি আহ্বানও জানান তিনি।

নাশকতায় হুকুমের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে— এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নতুন আইন নয় প্রচলিত আইনেই যথার্থ প্রয়োগের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিজ নিজ এলাকায় কমিটি করে সন্ত্রাস দমনে সংসদ সদস্যদেরর এগিয়ে আসতে হবে— উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যখন আস্থা, স্বস্থি ফিরে আসতে শুরু করেছে তখনই দেশব্যাপী আন্দোলনের নামে সন্ত্রাসবাদ শুরু হয়েছে। মুষ্টিমেয় এসব লোক, সন্ত্রাসীদের অর্থের যোগান কে দিচ্ছে, কোথা থেকে আসছে সরকার তা খতিয়ে দেখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img