বাড়িপ্রধান খবরজব্বারের রায় প্রত্যাখান, সন্ধ্যায় মশাল মিছিল

জব্বারের রায় প্রত্যাখান, সন্ধ্যায় মশাল মিছিল

emran
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ  জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখান করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। পাশাপাশি এ রায়ের প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিলেরও ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার দুপুরে শাহবাগে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন। ডা. ইমরান এইচ সরকার রাষ্ট্রপক্ষকে এ রায়ের বিপক্ষে আপীল করারও দাবি জানান।
মানবতাবিরোধীদের বয়সের বিবেচনায় দণ্ড কমিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ডা. ইমরান। এ রায়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ও সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় ঘোষণা করেন। তবে ট্রাইব্যুনাল জানান, জব্বার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অপরাধ করেছেন। কিন্তু বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img