স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখান করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। পাশাপাশি এ রায়ের প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিলেরও ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার দুপুরে শাহবাগে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন। ডা. ইমরান এইচ সরকার রাষ্ট্রপক্ষকে এ রায়ের বিপক্ষে আপীল করারও দাবি জানান।
মানবতাবিরোধীদের বয়সের বিবেচনায় দণ্ড কমিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ডা. ইমরান। এ রায়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ও সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় ঘোষণা করেন। তবে ট্রাইব্যুনাল জানান, জব্বার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অপরাধ করেছেন। কিন্তু বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।