স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ঢাকার জজকোর্টের পাশের সড়কে ‘আজমেরি পরিবহন’ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ফোন অপারেটর আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি।
তিনি জানান, বাসে আগুন দেওয়ার মতো কোনো ঘটনার খবর তারা পায়নি।