মিলন মৃধা, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলের টানা অবরোধের পাশাপাশি চলতি সপ্তাহের হরতালের ২য় দিনে রাজধানীর জজকটের সামনে ককটেলের বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে জজকটের ১ নং গেটের সামনে ককটেলের বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এটে ঐ এলাকার লোকজনের মনে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, মুলত জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই দুর্বৃত্তরা ককটেলগুলোর বিষ্ফোরণ ঘটায়। এর সাথে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে আরও জানায় পুলিশ।
এতে কাওকে আটক করতে পারেনি পুলিশ।