বাড়িজাতীয়জঙ্গী-সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধে এগিয়ে আসুন

জঙ্গী-সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধে এগিয়ে আসুন

DEBIDWAR (COMILLA)PIC_ - SAR & BIJ COMITTIR MITING- 12.02.15 (3)

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় নবাগত দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাস-সংঘাত-সহিংসতা সৃষ্টিকারী, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা এবং রাষ্ট্রের সম্পদ ধ্বংসকারীদের কোন রাজনৈতিক পরিচয় নেই।

ওদের হাত থেকে রাষ্ট্রের জান-মালের নিরাপত্তায় দল-মত নির্বিশেষে সকলককে এগিয়ে আসতে হবে। ওইসব নাশকতা সৃষ্টিকারী জঙ্গীদের অবস্থান, গতিবিধি ও কর্মকান্ড সম্পর্কে আইনশৃংখলা রক্ষাকরী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করুন। ।

তিনি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করে আরো বলেন, আপনাদের মধ্যে অনেকেই কোন না কোন রাজনৈতিক দলের সমর্থক, আপনাদের রাজনৈতিক মত-পথ-আদর্শ ভিন্ন হতে পারে, সে সম্পর্কে আমার বক্তব্য নেই, রাজনীতি যদি মানুষের কল্যাণে হয় তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ মানুষের জান-মালের নিরাপত্তায় নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধে এগিয়ে আসবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায়,- কৃষি, কৃষক, সারের মজুত, কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত ফিল্ড সুপার- ভাইজরদের ভূমিকা, সাব বীজ ও ডিলার নিয়োগ, ভোক্তাদের স্বার্থে সার ডিলারদের মূল্য তালিকা প্রদর্শন এবং ঝুকি এড়াতে বিএডিসির সার ও বীজের টাকা দাউদকান্দি উপজেলা সদরে না যেয়ে নিজ নিজ উপজেলার সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধের ব্যাবস্থা করা, মোটা এবং চিকন সারের গুরুত্ব সম্পর্কে সেমিনার করে কৃষকদের অবহিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আবুল হাসেম মোল্লা, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাঃ এনায়েত হোসেন চৌধূরী, কৃষি সম্প্রসারন অফিসার আরিফ মোহাম্মদ মোজাক্কের, সহকারী প্রকৌশলী জুবায়দা ইয়াসমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএডিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ জসিম উদ্দিনসহ প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img