আন্তর্জাতিক ডেস্ক, সময় সংবাদ বিড়ি ঢাকা:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ রাওয়ালপিন্ডি থেকে
রাজধানীর ইসলামাবাদ অভিমুখে যাত্রা
স্থগিত করতে আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
জঙ্গী গোষ্ঠীগুলো থেকে ইমরানের লং মার্চের উপরে হামলা হওয়ার হুমকি আছে উল্লেখ করে গতকাল শুক্রবার সানাউল্লাহ বলেন, ইমরানের উচিত এই বিক্ষোভ পদযাত্রা পিছিয়ে দেওয়া । খবর রয়টার্সের।
এ মাসের শুরুতে দিকে লং মার্চ চলাকালে
পাঞ্জাবের ওয়াজিরা বাদে গুলি হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর ইমরান খান বলেছিলেন, তিনি আবার ২৬ নভেম্বর থেকে এই বিক্ষোভ যাত্রা শুরু করবে।
তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলেছেন, ইমরান খানের জীবনের নিরাপত্তায় ঝুঁকি আছে। এবিষয়ে ইমরান বলেন, নিশানা আমি, জনগন নয়, বোমা হামলা হওয়ার মত কিছু ঘটবে না। তারা আমাকে নিশানা করতে চায়। সুতরাং আমি পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ। আমি উদ্বিগ নই।