স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃরাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুরশাহ পার্ক সংলগ্ন রাস্তায় তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ওই বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের সদরঘাট শাখার অপারেশন অফিসার শাকিল আহমেদ জানান, তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সুত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, রাস্তায় পার্কিং করা একটি গাড়িতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি