আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায বাসে পেট্রোল বোমায় দগ্ধ আরেকজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৮ জন। মৃত ব্যাক্তির নাম রাশেদুল ইসলাম বাদশা।
আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
উল্লেখ্য, গত সোমবার রাতে সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকা অভীমুখী আইকন পরিবহেরন বাসে দৃর্বত্তদের দেওয়া পেট্রোল বোমায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। এবং অগ্নিদগ্ধ ১৬ জনের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিলো।
এদের মধ্যে শরীফুল ইসলামের ২৮ ভাগ, হানিফের ৭ ভাগ, রাশেদুলের ৮০ ভাগ, জিলকদের ২০ ভাগ, আরিফ সিকদারের ১০ ভাগ শরীর পুড়ে গেছে। তাদের মধ্যে রাশেদুল ইসলাম বাদশা মারা গেলেন।