বাড়িবিজ্ঞান-প্রযুক্তিচুয়েটস্থ রাউজান এর পাশে আইটি ভিলেজ

চুয়েটস্থ রাউজান এর পাশে আইটি ভিলেজ

Raozan-cuet-newsbna

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্থাপিত হচ্ছে আইটি ভিলেজ। চুয়েটস্থ রাউজান পিংক সিটি-২ এর পাশে ২ হাজার কোটি টাকা ব্যায়ে এটি নির্মাণ করবে তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি গত বৃহস্পতিবার প্রস্তাবিত এই স্থানটি পরিদর্শনে আসেন ।

প্রস্তাবিত স্থান পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করে দ্রুত জমি অধিগ্রহণ করে প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দেন তথ্য মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদারকে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির অগ্রগতি ছাড়া সম্ভব নয়। তাই বর্তমান সরকার এ লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।এতে তিনি প্রস্তুাবিত জায়গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে একমাত্র প্রস্তাবিত আইটি পার্ক এ রাউজানেই হবে। কারণ এখানে আইটি ভিলেজ হলে চুয়েটসহ যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যেক জায়গার মানুষ সুফল পাবে।

এসময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমাসহ উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img