স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মাছেরদাড়ি গ্রাম জনৈক নান্নুর চায়ের দোকানের পাশ থেকে ১০টি পেট্রলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ১২টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাছেরদাড়ি গ্রামে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় গ্রামের বটতলা মোড়ের নান্নুর চায়ের দোকানের পেছন থেকে একটি প্যাকেটে মোড়ানো ১০টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। একই সাথে ওই ব্যাগ থেকে আরো উদ্ধার করা হয় ককটেল তৈরির সরঞ্জাম।
সদর থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান জানান, নাশকতা সৃষ্টির জন্যই বোমাগুলো ওই স্থানে রাখা হয়েছিল। তবে, এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।