স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ইউনিয়ন আমির আব্দুল আজিজসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আলমডাঙ্গা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের জিহালা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আজিজ (৪০) সদর উপজেলার আমিরপুর গ্রামের জাকির হোসেন (৫২), তার স্ত্রী নাজমা খাতুন (৪২), তার মেয়ে নিপা খাতুন (২৫) ও ভাই খলিলুর রহমান (৩৮) গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে এক দল পুলিশ দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট ওসিরা জানায়, গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে।