বিনোদন ডেস্ক,সময় সংবাদ বিডি-
ঢাকাঃনায়ক শাকিব খানের সঙ্গে আবারও চুম্বন দৃশ্যে অভিনয় করলেন আলোচিত নায়িকা পরী মনি। এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার একটি গানে অন্তরঙ্গভাবে দেখা যাবে শাকিব-পরীকে।
রাঙামাটির ও বান্দরবানসহ বেশ কিছু লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ চলছে। ফ্রেমবন্দি করা হয় শাকিব-পরীর কিছু অন্তরঙ্গ দৃ্শ্য। সেখানে তোলা শাকিব-পরীর চুম্বনরত একটি দৃশ্যের স্থিরচিত্র সংবাদমাধ্যম ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিনেমাটিতে চুম্বন দৃশ্য থাকছে কিনা জানতে চাইলে নির্মাতা এস এ অলিক বলেন, ‘এটি একটি রোমান্টিক গল্প। ফলে রোমান্সটাকে বোঝানোর জন্য কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকছে। কিন্তু সেখানে আয়োজন করে চুম্বন দৃশ্য রাখা হচ্ছে না। গানের মাঝেই কিছু জায়গায় হয়ত অন্তরঙ্গভাবে শাকিব-পরীকে দেখতে পাবেন দর্শক।’
চুম্বন দৃশ্য শাকিব খান-পরী মনি জুটির জন্য নতুন কিছু নয়। এর আগে শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ চলচ্চিত্রে চুম্বন দৃশ্যে অভিনয় করেন তারা। গত বছরের জুন মাসে রাজধানীর অদূরে পুবাইলে শাকিব খানের বাড়িতে দৃশ্যটি ধারণ করা হয়। অবশ্য ‘ধূমকেতু’ এখনো মুক্তি পায়নি। ওই দৃশ্য প্রসঙ্গে সে সময় পরী মনির বক্তব্য ছিল, ‘সিনেমার গল্পের প্রয়োজনেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছে।’
এ পর্যন্ত প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পরী মনি। এর মধ্যে ২৭ ফেব্রুয়ারি দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’