সময় সংবাদ বিডি,চাঁদপুর:
ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন চালক ও ডেলিভারিম্যান।
সোমবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর-হাইমচর সড়কের দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- গাড়িচালক আনিছুর রহমান (৪৫) ও ডেলিভারিম্যান ফকরুল ইসলাম (৩৬)। আনিছের বাড়ি কুমিল্লা জেলার কোতয়ালী থানার কংগাইশ গ্রামে এবং ফকরুলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে।
কর্মরত চিকিৎসক ফিরোজ হাসান জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাইয়ুম বলেন, এটা পেট্রলবোমা নয়, ককটেল। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে এসেছে।