বাড়িজাতীয়চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল করতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগবে

চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল করতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগবে

train-1420834871

নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-

ঢাকা:  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিত নগরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে।

কাজ শেষে করে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল করতে  আরও ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে পশ্চিম রেলের সুপারিনটেনডেন্ট আবদুল করিম  এ তথ্য জানিয়েছেন।

এদিকে, শনিবার সকালে পশ্চিমাঞ্চল রেলের জিএম সায়েদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি দ্রুত কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।

পশ্চিম রেলের সুপারিনটেনডেন্ট আবদুল করিম  জানান, ভোর ৪টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। বর্তমানে সেখানে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি উদ্ধারের কাজ চলছে। তা শেষ হতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগবে। তাই এখন চাঁপাইনবাবগঞ্জের পরিবর্তে রাজশাহী রেলস্টেশন থেকে সিক্সডাউন লোকাল ট্রেন ঈশ্বরদীর মধ্যে চলাচল করছে।

এর আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিত নগরে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী ৫৬৪ লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ীর ললিতনগর স্টেশনের ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, একটি মালবাহী ও দুইটি যাত্রীবাহী বগিসহ মোট তিনটি বগি নিয়ে ইঞ্জিনটি আসছিল। লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা বিকল্প উপায়ে রওনা দেয়। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে তিনি ওই এলাকায় যান এবং আশপাশের এলাকায় অভিযান চালান। তবে কেউ আটক হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img