স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলীয় জোটের চলমান হরতালে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে চাঁদপুরে বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।আটককৃতদের মধ্যে বিএনপির ৩ জন ও জামায়াতের ৮ জন কর্মী।
রোববার রাত থেকে আজ সকাল নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার অভিযান চালিয়ে চাঁদপুর সদরে আট, ফরিদগঞ্জে দুই ও কচুয়ায় একজনকে আটক করা হয়। এদের মধ্যে কারো কারো বিরুদ্ধে আগের নাশকতার মামলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।