স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চাঁদপুরে বিকল্প লঞ্চঘাটে এমভি মর্নিংসান নামে যাত্রীবাহী একটি লঞ্চে ও মতলবের এখলাসপুরে এমভি প্লোটিলা নামে অপর একটি লঞ্চে অভিযান তিন লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার রাতে চাঁদপুর ও মতলবে পৃথক অভিযানে এসব আটক করে কোস্ট গার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার রাতে চাঁদপুর ও মতলবে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় এমভি প্লোটিলা ও মর্নিংসান লঞ্চ থেকে জাটকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা ও জাটকাগুলো গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।