বাড়িপ্রধান খবরচলমান সমস্যা সমাধানে সংলাপ করতেই হবে, বদরুদ্দোজা চৌধুরী

চলমান সমস্যা সমাধানে সংলাপ করতেই হবে, বদরুদ্দোজা চৌধুরী

bi choudhuri

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ আমরা সবাই মিলে বাংলাদেশ গড়েছি, তাই দেশের সমস্যা সমাধান করতে আমাদের সংলাপ করতেই হবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার  দুপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে ‘একুশের চেতনা বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যে রাজনীতি মানুষ জ্বালিয়ে-পুড়িয়ে মারে, আমরা সেই রাজনীতি চাই না। চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে সংলাপের কোনো বিকল্প নেই।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। দেশের সব মানুষের চাহিদা শান্তির সঙ্গে দেশ চালাতে হবে।

‘দেশের বাইরের ব্যক্তিরা বললে কোনো দোষ নেই’ উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, আর আমি সংলাপের কথা বললে সব দোষ।

এ সময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ (বিএসপিপি) আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা এমএ আজিজ, শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img