নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হলে উঠা নিয়ে ছাত্রলীগের দু’গ্রপ সিএফসি ও ভিএক্স’র মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ভিএক্স গ্রুপের শতাধিক নেতাকর্মী ফাঁকা গুলি করে শাহজালাল হলে উঠতে চাইলে সিএফসির কর্মীরা বাধা দেন। একপর্যায়ে দু’পক্ষই অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সিএফসি কর্মীরা শাহ আমানত ও ভিএক্স কর্মীরা শাহজালাল হলের মুখে অবস্থান করে গুলি ছুড়ছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজদৌলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্যাম্পাস শান্ত রাখতে পুলিশকে জানানো হয়েছে।
এদিকে হাটাহাজারি থানার ওসি ইসমাইল হোসেন জানান, কিছু ছেলে হলে উঠতে চাইলে এই উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দু’পক্ষকে শান্ত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।